মানুষ গড়ার আঙিনায় যোগ্য কারিগরের বিকল্প নাই। শিক্ষার আলোয় আলোকিত দেশ, জাতি তথা বিশ্ব মানবতার মুক্তির মশাল নিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৪১ সাল হতে অনবরত আলো ছড়িয়ে আসছে, সেই দেবীনগর দ্বিমূখী মাধ্যমিক বিদ্যালয়-এর শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক ও সম্মানিত পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সুস্বাগতম, অভিনন্দন। শিক্ষার গুণগত মান উন্নয়ন তথা তথ্য-প্রযুক্তি ও আধুনিক যুগোপযোগী শিক্ষার সৎ, দক্ষ ও মেধাবী মানুষ তৈরীর লক্ষ্যে (more…)
দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয়
দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয়টি (বর্তমান মডেল) একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এটি সর্ব প্রথম ০১/০১/১৯৪৬ খ্রীঃ স্থাপিত হয়ে ০১/০১/১৯৫৮ খ্র্রীঃ জুনিয়র এবং ০১/০১/১৯৬৩ খ্রীঃ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। বিদ্যালয়টির ১ম মঞ্জুরীর তারিখ ০১/০৪/১৯৬৩ খ্রীঃ বিদ্যালয়টির নিজস্ব সম্পদ ৬.৩৬ একর। এর মধ্যে নিজস্ব ক্যাম্পাসে রয়েছে ৩.৫০ একর। বিদ্যালয়টিতে বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগ চালু আছে। এমপিও ভুক্ত শিক্ষক সংখ্যা মাত্র ১৩ জন।তবে বর্তমান নিয়মিত পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে আরো ০৫ জন শিক্ষক বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নিয়োগ প্রাপ্ত আছেন।বিদ্যালয়ে বর্তমানে কর্মরত কর্মচারীর সংখ্যা ০৪ জন। (more…)