দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয়


দেবীনগর দ্বি-মূখী মাধ্যমিক বিদ্যালয়টি (বর্তমান মডেল) একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এটি সর্ব প্রথম ০১/০১/১৯৪৬ খ্রীঃ স্থাপিত হয়ে ০১/০১/১৯৫৮ খ্র্রীঃ জুনিয়র এবং ০১/০১/১৯৬৩ খ্রীঃ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়। বিদ্যালয়টির ১ম মঞ্জুরীর তারিখ ০১/০৪/১৯৬৩ খ্রীঃ বিদ্যালয়টির নিজস্ব সম্পদ ৬.৩৬ একর। এর মধ্যে নিজস্ব ক্যাম্পাসে রয়েছে ৩.৫০ একর। বিদ্যালয়টিতে বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগ চালু আছে। এমপিও ভুক্ত শিক্ষক সংখ্যা মাত্র ১৩ জন।তবে বর্তমান নিয়মিত পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে আরো ০৫ জন  শিক্ষক বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নিয়োগ প্রাপ্ত আছেন।বিদ্যালয়ে বর্তমানে কর্মরত কর্মচারীর সংখ্যা ০৪ জন। এসএসসি ও জেএসসি ফলাফলে বিগত কয়েক বছরে এ+(এ প্লাস) সহ ভিন্ন ভিন্ন গ্রেডিং এ অত্যন্ত সন্তোষজনক । তবে ভৌগলিক অব কাঠামো গত কিছু সমস্যা এবং শিক্ষক সল্পতা দুর করতে সক্ষম হলে প্রতিষ্ঠানটি আরো বেশী সফলতা অর্জন করবে বলে আমি প্রত্যাশা রাখি।

Notices


April 2025
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930