নীতিমালা ও সার্কুলার
“নীতিমালা ও সার্কুলার”
শিক্ষার্থীদের অবশ্যই পালনীয় নিয়মাবলী বা নির্দেশনা:-
১। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।.
২। বিদ্যালয় কর্তৃক মনোনীত ইউনিফর্ম বা স্কুল ড্রেস পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে।
৩। বিদ্যালয়ে আসার সময় বই, খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল সঙ্গে আনতে হবে।
৪। দৈনন্দিন প্রাতঃকালীন সমাবেশে শৃঙ্খলার সাথে লাইনে দাঁড়িয়ে অংশগ্রহণ করতে হবে।.
৫। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় নড়াচড়া করা যাবে না।
৬। ক্লাস ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে শ্রেণিকক্ষে প্রবেশ করবে ও হাজিরা নিশ্চিত করবে।.
৭। বিদ্যালয়ে উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে হবে।
৮। মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।
৯। বাড়ির কাজ নিয়মিত শিখে আসতে হবে।
১০। প্রথম ঘন্টায় কেউ শ্রেণিকক্ষের বাইরে যেতে পারবে না।
১১। দ্বিতীয় ঘন্টার পর থেকে একসাথে একজনের বেশী বাইরে যেতে পারবে না।
১২। বারান্দা দিয়ে অযথা চলাফেরা বা দাঁড়িয়ে কথা বলা যাবে না।
১৩। বিদ্যালয়ে সকল প্রকার সহপাঠক্রমিক কাজে ও অনুষ্ঠানাদিতে শৃঙ্খলার সাথে অংশগ্রহণ করতে হবে।
১৪। বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহ করতে হবে।.
১৫। অভিভাবক কিংবা সাক্ষাত প্রার্থী শ্রেণিকক্ষের সামনে কথা বলা যাবে না।
১৬। তিনটি সাময়িক পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে।.
১৭। কমপক্ষে রাত ১১ ঘটিকা পর্যন্ত পড়াশোনা করতে হবে।
১৮। জড়িমানা প্রদানে কোন প্রকার শৈথিল্য করা যাবে না।
১৯। শ্রেণিকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
২০। প্রতি শ্রেণিতে ১-৩ জন মনিটর/ক্যাপ্টেন থাকবে।
২১। বিদ্যালয়ে আসার সময় টিফিন সঙ্গে আনতে হবে, কোনক্রমেই গেটের বাইরে যেতে পারবে না।
২২। ইউনিফর্ম ব্যতিত বিদ্যালয়ে প্রবেশ করা নিষেধ।
২৩। ইউনিফর্ম ব্যতিত অন্য কোন পোশাক পরিধান করলে তার উপবৃত্তি ও বিনা বেতন কর্তন করা হবে।
২৪। কোনক্রমেই ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে মোবাইল ফোন আনতে পারবে না।
২৫। শিক্ষার্থীদের ধুমপান ও মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে।
২৬। শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মের বিধি-বিধান পালন করতে হবে।